ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
রাজবাড়ীতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা রাজবাড়ীতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

রাজবাড়ী: পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে পরিবহনের চালক ও হেলপারদের নিয়ে রাজবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ মো. আছাদুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মৃদুল রঞ্জন দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মিয়া, গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ, রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. রশিদ খান প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন পরিবহনের ৩৫ জন চালক ও ১০ জন হেলপার অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।