ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেল্টা জুট মিল নিলামের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ডেল্টা জুট মিল নিলামের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ডেল্টা জুট মিল নিলামের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী ডেল্টা জুট মিল নিলামে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মালিকপক্ষ ও সোনালী ব্যাংক একত্রিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

এসময় শত শত শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা ২২ মাসের বেতন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি, আসন্ন ঈদ-উল আযহার আগে বোনাস পাওনাসহ সব দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা মিল পুরোদমে চালু রাখার দাবি জানিয়ে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে।
 
অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা। সড়ক অবরোধের ফলে চৌমুহনী-ফেনী সড়কের দু’দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

সমাবেশে বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক লীগের বেগমগঞ্জ উপজেলা সভাপতি ও সিবিএর সাধারণ সম্পাদক কাজী গিয়াস উদ্দিন, ডেল্টা জুট মিলের গণতান্ত্রিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালামসহ শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ