ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ধামরাইয়ে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ ধামরাইয়ে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুর রহমান (১২) নামে শোলধন শামসুল আলম হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে গাজি খালি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুর রহমান ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার গোবিন্দপুর গ্রামের আবু সায়েদের ছেলে।

মাদ্রাসার শিক্ষক মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার কয়েজন ছাত্র একসঙ্গে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পরে আব্দুর রহমানকে তার সহপাঠিরা দেখতে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকসহ এলাকাবাসী নদীতে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
 
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক (দিপু) বলেন, ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হয়েছে। তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।