ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাতলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
সোনাতলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় বন্যার পানিতে সাপের কামড়ে শাহিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের টুকু মিয়ার ছেলে জানা যায়।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের চাচা গেদা মিয়া বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত গভীর রাতে বাড়ির দক্ষিণে বিল এলাকায় বন্যার পানিতে খড়ার জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলো শাহিন।

এক পর্যায়ে খড়ার জালে ওঠা একটি বিষধর সাপ শাহিনের হাতে কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করতে প্রথমে ওঝা-কবিরাজের ঝাড়-ফু দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু এতে তারা ব্যর্থ হন।

পরে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে  নেওয়ার পথে শাহিন মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানান গেদা মিয়া।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।