ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ত্রাণ বিতরণ না করায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
কিশোরগঞ্জে ত্রাণ বিতরণ না করায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

নীলফামারী: বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণের চাল (জিআর) বিতরণ না করায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নের বন্যা দুর্গত ১০ হাজার পাঁচশ’ পরিবারের জন্য দুই দফায় মোট ২৮.৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পুটিমারী ইউনিয়নে দেড় মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।

কিন্তু ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন চাল উত্তোলন করে বিতরণ করেননি। যা দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুসারে দুর্যোগকালীন দায়িত্ব অবহেলার সামিল।

এ ব্যাপারে আবু সায়েম লিটনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  

ইউএনও এস এম মেহেদী হাসান চেয়ারম্যানকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ