ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুমকিতে বজ্রপাতের পর জেলে নিঁখোজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
দুমকিতে বজ্রপাতের পর জেলে নিঁখোজ

পটুয়াখালী: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বজ্রপাতের পর সৌরভ মিস্ত্রি (১৫) নামে এক জেলে গত ২৪ ঘণ্টা ধরে নিঁখোজ রয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার পাংসিঘাট সংলগ্ন নলুয়া নদীতে ইলিশ শিকারে গিয়ে নিঁখোজ হয় সে। নিঁখোজ সৌরভ মিস্ত্রি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের গোপাল মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রবল বজ্রসহ বৃষ্টি হচ্ছিলো। এ সময় সৌরভ নদীতে ইলিশের জাল ফেলে বাড়ি ফিরছিলো। আকস্মিক বজ্রপাতে সৌরভের নৌকার অগ্রভাগ ছিন্নভিন্ন হয়ে ডুবে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১২টায় দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নদীতে অনেক স্রোত রয়েছে। এরমধ্যেই মঙ্গলবার থেকে নদীর উভয় তীরে খোঁজাখুঁজি অব্যহত রয়েছে। তবে এখনো সৌরভের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ