ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্ত্রাসীরা কোনো দলের নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
সন্ত্রাসীরা কোনো দলের নয় নাটোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক

নাটোর: চলনবিলে সন্ত্রাসী ও অবৈধ সুতি জালের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা যে দলেরই হোক না কেন তাদের স্থান চলনবিলের মাটিতে হবে না।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারে এলাকাবাসী আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, মাত্র পাঁচজন মানুষের জন্য চলনবিলের পাঁচ লাখ মানুষের জীবন বিপন্ন হতে দেওয়া যাবে না।

আত্রাই নদীতে অবৈধ কোনো সুতি জাল দিয়ে মাছ নিধন চলবে না। ২৪ ঘণ্টার মধ্যে এসব জাল অপসারণ করা হবে।

শান্তির জনপদে শান্তি বজায় রাখতে তিনি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
টিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।