ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে নৌকাবাইচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
নবীগঞ্জে নৌকাবাইচ নবীগঞ্জে নৌকাবাইচ, ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের শাখা বরাক নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্নস্থান থেকে আসা আটটি নৌকা অংশ নেয়।

তবে চারটি নৌকা সমান হওয়ায় ফাইনালের সিদ্ধান্ত হয়নি।

ঈদুল আজহার দুইদিন পর নবীগঞ্জের খইড়া, বানিয়াচংয়ের বাগতা, আজমিরীগঞ্জের জিলুয়া ও নবীগঞ্জের হালিতলার নৌকার মধ্যে আবারও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নবীগঞ্জে নৌকাবাইচ, ছবি: বাংলানিউজ

এদিকে নৌকাবাইচকে ঘিরে নবীগঞ্জ ও আশপাশের এলাকার লোকজন সকাল থেকেই ভিড় করেন নদীর পাড়ে। নৌকার মাঝিদের হরেক রকম সাজ ও গান বাজনার আয়োজনে মুখরিত হয়ে ওঠে শাখা বরাক নদীর উভয় পাড়। আগে থেকেই প্রতিযোগিতার তারিখ ঠিক থাকায় অনেকেই সপরিবারে নৌকা ভ্রমণে এসে আয়োজন উপভোগ করেন।

এখানে আসা ইমরুল নামে এক দর্শক বাংলানিউজকে বলেন, এবারের প্রতিযোগিতাটিকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
টিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।