ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ প্রধান বিচারপতি এস কে সিনহা

ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে চলমান আলোচনা সমালোচনার মধ্যেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি দপ্তরে এসে গওহর রিজভী সাক্ষাৎ করেন।
 
প্রধান বিচারপতির আপিল বিভাগের একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেল ৩টার দিকে গওহর রিজভী এসেছিলেন।

সাড়ে তিনটা পর্যন্ত ছিলেন।  
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। এর বেশি কিছু বলতে পারবো না।

গত ১ আগস্ট বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির স্বাক্ষরের পর ৭৯৯ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশিত হয়।

এর আগে গত ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ