ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটের দাম বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে কৃষকের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
পাটের দাম বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে কৃষকের মানববন্ধন ঝিনাইদহে কৃষকের মানববন্ধন

ঝিনাইদহ: পাটের দাম মণ প্রতি ২৫শ’ টাকা করার দাবিতে গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শহরের এইচ এস এস সড়কে এ কর্মসূচি পালন করে ‘স্বাধীন কৃষক সংগঠন’ নামে কৃষকদের একটি সংগঠন।

বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রেবায়েত মোল্লা, মাগুরা শাখার সভাপতি আব্দুল মমিন, উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা তালিব বাশার নয়ন, নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, কৃষক আক্কাস আলী, ইসাহাক আলী প্রমুখ।

সেসময় বক্তারা বলেন, প্রতি মণ পাট উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ১৭শ’ থেকে ১৮শ’ টাকা কিন্তু বর্তমানে পাটের দাম ১৫শ’ টাকারও কম। তাই কৃষির স্থায়িত্বশীলতা এবং কৃষকদের উন্নতির জন্য প্রতি মণ পাটের দাম ২৫শ’ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।