ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাড়ে ৭ কোটি টাকার ইয়াবাসহ সেন্টমার্টিন পরিবহন চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
সাড়ে ৭ কোটি টাকার ইয়াবাসহ সেন্টমার্টিন পরিবহন চালক আটক ইয়াবাসহ জজ্দ হওয়া সেন্টমার্টিন পরিবহন- ছবি: বাংলানিউজ

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. আতিকুল্লাহ আতিক (৬৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। আটক আতিকুল্লাহ আতিক সেন্টমার্টিন পরিবহন নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চালক।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেন্টমার্টিন পরিবহন নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তল্লাশি চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা ও বাস চালক মো. আতিকুল্লাহ আতিককে আটক করে। জব্দ করা ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকার মতো।

এ ব্যাপারে বিকেল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।