ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে বাসচাপায় স্কুলশিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
মাদারীপুরে বাসচাপায় স্কুলশিক্ষিকা নিহত

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় বাসের চাপায় সুরুচি রাণী মণ্ডল (৫৮) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এতে আহত হন আরো সাতজন।

সোমবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুরুচি জেলার টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।

আহতরা হলেন-একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বেপারী, সহকারী শিক্ষক অমৃত সরকার, চরমুগরিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার গাইন, সুমন লাল, দেলোয়ার হোসেন, কোটালীপাড়ার বিমল সরকার ও মুকসুদপুরের স্বপন সরকার। তাদের রাজৈর ও টেকেরহাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে মাদরীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাস রাজৈর থেকে টেকেরহাটগামী একটি থ্রি হুইলারকে (মাহিন্দ্র) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারযাত্রী সুরুচি নিহত হন। এসময় আহত হন থ্রি হুইলারের সাত যাত্রী।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল হক জানান, বাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ