ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুর থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
মহেশপুর থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সানোয়ার মণ্ডল নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। সানোয়ার মণ্ডল উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার আইনাল মণ্ডলের ছেলে।

৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সানোয়ার উপজেলার সীমান্তবর্তী গ্রাম জীবননগর পাড়ায় তার জমিতে সেচ দিচ্ছিলেন। এসময় ভারতের পুস্তিঘাটার বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় সামন্তা বিজিবি ক্যাম্পের কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।