ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় দু’টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
চুয়াডাঙ্গায় দু’টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার চুয়াডাঙ্গায় দু’টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার খাসপাড়া থেকে এসব উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন বাংলানিউজকে জানান, সকালে খাসপাড়ার মোস্তফা নামে এক ব্যক্তির পুকুরের পাশে দু’টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে নাশকতা সৃষ্টি করতে কেউ এ আগ্নেয়াস্ত্র ও গুলি রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।  

এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।