ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাশিয়া থেকে আসছে ২ লাখ টন গম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
রাশিয়া থেকে আসছে ২ লাখ টন গম

ঢাকা: রাশিয়া থেকে জি-টু-জি (সরকার টু সরকার) চুক্তির ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 

সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভার সিদ্ধান্ত অনুসারে আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া।

অক্টোবর মাসের মধ্যে দুই লাখ মেট্রিক টন গম সরবরাহ করবে।

বাংলাদেশ সরকারের পক্ষে নয় সদস্যের জি-টু-জি বিষয়ক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্যসচিব মো. কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ।
 
চলমান বন্যায় খাদ্য সংকট এড়াতে বিভিন্ন দেশ থেকে চাল ও গম আমদানি করছে সরকার।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ