ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পৌলির রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
পৌলির রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালু পৌলির রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর উপর রেল সেতুর মেরামত কাজ শেষ হয়েছে।

সোমবার (২১ ‍আগস্ট) বিকেল ৪টায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক একটি ট্রেন সেতুটি পার হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বাংলানিউজকে জানান, কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এর আগে, পৌলি নদীর উপর রেল সেতুর অ্যাপ্রোচের মাটি প্রায় ২০ ফুট সরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে গোড়া থেকে মাটি উত্তোলন করার কারণে রেলসেতুর অ্যাপ্রোচ ধসে যায়।

**উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

**কালিহাতীতে অবৈধ মাটি উত্তোলনের কারণে রেলসেতুতে ধস

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।