ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়রায় অস্ত্র-গুলিসহ তিন জলদস্যু আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
কয়রায় অস্ত্র-গুলিসহ তিন জলদস্যু আটক

খুলনা: খুলনায় অস্ত্র ও গুলিসহ তিন জলদস্যু বাহিনীর সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‍্যাব-৬) সদস্যরা।

রোববার (২০ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার উত্তর বেদকাশি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোস্তাফিজ ওরফে মোস্তফা সানা (৩৮), সোলাইমান (২৬) ও মাসুম বিল্লাহ (৩৬)।

এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি একনলা বন্দুক ও একটি দেশীয় তৈরি পাইপগান এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২১ আগস্ট) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‍্যাব-৬) এএসপি মো. বজলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক তিনজন পূর্বে আত্মসমর্পণকারী জলদস্যু মজনু বাহিনীর সদস্য।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।