ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলসা গ্রামের বিলে শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

রোববার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- আলসা গ্রামের নোয়াজ আলী মিয়া (৫০) ও তার স্ত্রী নাজমা বেগম (৪০)।

দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের তালুকদার বাংলানিউজকে জানান, নোয়াজ আলী ও তার স্ত্রী বিকেলে নৌকায় করে আলসা বিলে শাপলা তুলতে যান। সন্ধ্যার দিকে শাপলা তুলে ফেরার পথে বিলের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।

নিহত নোয়াজ আলীর মামাতো ভাই রাজু আহমেদ জানান, বর্ষায় শাপলা তুলে বাজারে বিক্রি করতেন নোয়াজ আলী।  

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।