ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবির সন্দেহে রাবি’র ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
শিবির সন্দেহে রাবি’র ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ঘটনা ঘটে।

আটক দুই শিক্ষার্থী হলেন- সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন ও দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল আজিজ।

বর্তমানে তারা রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হল সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা হলের ৩০৩ নম্বর রুমে তল্লাশি চালায়। এসময় শিবির সন্দেহে রুহুল আমিন ও আজিজকে মারধর করে আহতবস্থায় পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদিক বিল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আটক দুই শিক্ষার্থী শিবিরকর্মী নয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব হাসান বাংলানিউজকে বলেন, আটক দুই শিক্ষার্থীকে আহতবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।