ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবির বাংলা বিভাগের ছাত্রী লাখি আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
জাবির বাংলা বিভাগের ছাত্রী লাখি আর নেই লাখি আক্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের (৪১তম ব্যাচ) ছাত্রী লাখি আক্তার (২৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

রোববার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন-সংলগ্ন মাঠে লাখির নামাজের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে তাকে দাফন করা হয়।

লাখির বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তার এমন অকাল মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।