ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলঢাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
জলঢাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ট্রাফিক মোড়ে প্রধান অতিথি হিসেবে ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

ম্যুরাল উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা পরিষদের সচিব সামসুল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ।

ইউএনও রাশেদুল হক প্রধান বাংলানিউজকে জানান, নীলফামারী জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকা ব্যয়ে এই ম্যুরাল নির্মাণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।