ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ৪ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
ঝালকাঠিতে ৪ ডাকাত আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: পিরোজপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। 

রোববার (২০ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।  

আটকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভেচকী গ্রামের আ. হাইয়ের ছেলে ইয়াছিন মাল (২৮), একই উপজেলার ধাওয়া গ্রামের হাফিজ মল্লিকের ছেলে মানিক মল্লিক (২৮), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাইনতলা গ্রামের বজলুর রহমানের ছেলে স্বপন সিকদার (৪২) ও বেতাগী উপজেলার শাহজাহান আকনের ছেলে জসিম আকন রিপন (৩০)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ঝালকাঠি পুলিশ ওই ৪ জনকে আটক করে।  

গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিম ঝালকাঠি এলাকার একটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৭ লাখ টাকার মালামাল ডাকাতির অভিযোগের আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার থানাও তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। ডাকাতিকালে বিভিন্ন স্থানে ধর্ষণেরও অভিযোগ আছে আটক চার ডাকাতের বিরুদ্ধে।  

ঝালকাঠির মামলায় চারজনকে আটক দেখিয়ে আদালতে রিমান্ড চাওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।  

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, রাজাপুর (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, পরিদর্শক তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলা‌দেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad