ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ২ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
 নীলফামারীতে ২ প্রতারক আটক

নীলফামারী: নীলফামারীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দুই প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

রোববার (২০ আগস্ট) সকালে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র‌্যাব।

 

আটক ব্যক্তিরা হলেন জেলা শহরের নিউ বাবুপাড়ার আব্দুল আউয়াল (৫০) ও দুহুলী গ্রামের কেবারত আলী (৫০)।

নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি শাহীনুর কবির বাংলানিউজকে জানান, আটক দুইজন চাকরি দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলেন। ১২ আগস্ট তাদের বিরুদ্ধে নীলফামারীর ডোমার থানায় ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। এর প্র্রেক্ষিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চেক বই ও দুইটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।

তাদের ডোমার থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।