ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় অপহৃত জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
মনপুরায় অপহৃত জেলে উদ্ধার

ভোলা: ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে অপহরণের দুইদিন পর ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে নিকসন মাঝি নামে এক জেলেকে ছেড়ে দিয়েছে হাতিয়ার জলদস্যু বাহিনী।

রোববার (২০ আগস্ট) ভোরে জলদস্যুরা হাতিয়ার রামচরণ বাজারে তাকে ছেড়ে দেয়। পরে সকাল ১০টায় স্বজনরা তাকে উদ্ধার করে মনপুরার রামনেওয়াজ মৎস্য ঘাটে নিয়ে আসে।

নিকসন মাঝি বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে মেঘনায় ইলিশ ধরার সময় একদল জলদস্যু আমাদের ট্রলারে হামলা চালায়। এসময় তারা মুক্তিপণের দাবিতে আমাকে ধরে নিয়ে চোখে কাপড় বেঁধে তাদের আস্তানায় আটকে রাখে। এরপর তারা আমাকে মারধর করে। পরে তারা আমার স্বজনদের ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দেয়ার পর ভোরে তারা আমাকে ছেড়ে দেয়।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।