ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবুগঞ্জে যৌন হয়রানির অপরাধে ২ যুবকের অর্থদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বাবুগঞ্জে যৌন হয়রানির অপরাধে ২ যুবকের অর্থদণ্ড

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানির অপরাধে ২ বখাটেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পৃথক ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২০ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার দেহেরগতি ইউনিয়নের উওর রাকুদিয়া গ্রামের মৃত আ. ওহাব খানের ছেলে খানজাহান ও রহমতপুরের বাসিন্দা প্রবীর দাসের ছেলে নিয়ন দাস।

বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদা জানান, বাবুগঞ্জ উপজেলাধীন ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে খানজাহান ও তার কয়েক বন্ধু উত্যক্ত করে।

ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা এসে খানজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাবুগঞ্জ মডেল স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো নিয়ন। এ ঘটনায় ছাত্রীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিলে নিয়নকে আটক করা হয়।

উভয়কে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে খানজাহানকে ৩ হাজার টাকা ও নিয়ন দাসকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাংলা‌দেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।