ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘যতোদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
‘যতোদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো’ ত্রাণ বিতরণের সময় এক বৃদ্ধাকে জড়িয়ে ধরেন শেখ হাসিনা

দিনাজপুর: ‘‘আমি আপনাদের পাশে এসে খোঁজ-খবর নিতে এসেছি। আপনাদের দুঃখ ভাগ করে নিতেই আজ আপনাদের কাছে আসা। আমার বাবা যেমন করেছেন, আমি তেমনটা করে যেতে চাই আপনাদের জন্য।’’

দিনাজপুর বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (২০ আগস্ট) ত্রাণের সামগ্রী বিতরণকালে বন্যার্তদের এভাবেই মনের কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি বলেন, ‘‘আমি যতোদিন বেঁচে আছি, আপনাদের পাশে থাকবো।

আপনারা কখনোই চিন্তা করবেন না। কৃষক ভাইদের পুনরায় নতুন করে কৃষি ঋণ দেওয়া হবে। বিতরণ করা হবে নষ্ট ফসলি জমির আমনের চারা। ’’ 

শেখ হাসিনা দিনাজপুরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘‘এই সেই দিনাজপুর যেখানে ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। তখন বিএনপি ক্ষমতায় থেকে এখানকার মানুষদের ওপর নির্যাতন চালিয়েছিল। সেসময় আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আগেও ছিলাম, এখনও আছি। ইনশাল্লাহ আগামীতেও বেঁচে থাকলে আপনাদের পাশেই থাকবো। ’’ 

নতুন ফসল না ওঠা পর্যন্ত বন্যার্তদের সহায়তা

দিনাজপুর জিলা স্কুল ও বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি জেলা সার্কিট হাউজে অবস্থান করেন। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বন্যার্তদের সবরকম সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।  

এরপর তিনি হেলিকপ্টারে করে কুড়িগ্রামে পৌঁছান।

দিনাজপুর থেকে কুড়িগ্রামে পৌঁছালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ