ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তানোরে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্টজাল ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
তানোরে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্টজাল ধ্বংস তানোরে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্টজাল ধ্বংস, ছবি:বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর তানোরে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) উপজেলা চত্বরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে তানোরের বিলকুমারী বিলে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।

ওই সময়  ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. শওকাত আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, আগামী দিনেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলী বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের যৌথ উদ্যেগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিলো।

অভিযানে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উল আলমও উপস্থিত ছিলেন। এ সময় প্রায় দশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যা উপজেলা চত্বরে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।