ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকেয়া পাওনার দাবিতে বাসন হাতে শ্রমিকদের ভুখা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বকেয়া পাওনার দাবিতে বাসন হাতে শ্রমিকদের ভুখা মিছিল ভুখা মিছিল- বাংলানিউজ

খুলনা: বকেয়া পাওনার দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা বাসন (মাটির সানকি) হাতে ভুখা মিছিল করেছেন।

রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় বকেয়ার দাবিতে চারদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে শ্রমিক-কর্মচারীরা তাদের পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনার দাবিতে এ ভুখা মিছিল করেন।

প্লাটিনাম জুট মিল গেট এলাকার কার্যালয় থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায় লিয়াজো কমিটি এ মিছিলের আয়োজন করে।

মিছিলটি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের আগে পথসভায় বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায় লিয়াজো কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী। তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে খুলনার ৭ রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত আড়াই হাজার শ্রমিক-কর্মচারী তাদের প্রাপ্য পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনা পাচ্ছেন না।

এ জটিলতার অবসান করে আইন অনুযায়ী ৩০ কর্মদিবস যাদের অতিক্রম হয়েছে ঈদের আগেই তাদের সম্পূর্ণ বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানান তিনি।

পথসভায় বক্তারা বলেন, ঘামে অর্জিত সব বকেয়া দিয়ে দাও, নইলে কাফনের কাপড় দাও।

ঈদের আগে সব বকেয়া পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানান বক্তারা।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- প্লাটিনাম জুট মিলের আবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম মাস্টার, ক্রিসেন্ট জুট মিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুট মিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুট মিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুট মিলের মো. মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুট মিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ইকবাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (১৭ আগস্ট) শ্রমিক-কর্মচারীরা মাটির বাসন হাতে ভুখা মিছিল করে চরের হাট এলাকায় রাষ্ট্রায়ত্ত পাটকলের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
 
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।