ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলাপুরে ২৯ আগ‌স্টের টিকিটের দীর্ঘ লাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
কমলাপুরে ২৯ আগ‌স্টের টিকিটের দীর্ঘ লাইন কমলাপুরে ২৯ আগ‌স্টের টিকিটের দীর্ঘ লাইন/ছবি: কাশেম হারুন

ঢাকা: দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ২৯ আগ‌স্টের টি‌কিট নিচ্ছেন ক‌য়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ২৯, ৩০ ও ৩১ আগস্টে টিকিটের।

রোববার (২০ আগস্ট) সকালে কমলাপুর রেল‌স্টেশন ঘু‌রে দেখা গে‌ছে, গত  দু’দিনের চেয়ে ক‌য়েকগুণ বে‌ড়ে গে‌ছে ২৯ আগ‌স্টের টি‌কিট প্রত্যাশী লাইন।  

মোট টিকিটের ৬৫ ভাগ দেয়া হচ্ছে কাউন্টার থেকে।

বাকি ৩৫ ভাগের ২৫ ভাগ অনলাইন ও মোবাইলে। ৫ ভাগ ভিআইপি ও ৫ ভাগ রেল কর্মকর্তা কমচারীদের কেনার জন্য বরাদ্দ।

স্টেশন সূত্র জানায়, ১৯ আগস্টে পাওয়া যাচ্ছে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।  

প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী আনা নেয়া করবে রেল।  

২৯ থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পর ৩ থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে এসব বিশেষ ট্রেন।

শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দু’টি ট্রেন চালানো হবে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।