ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
খান টিপু সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি খান টিপু সুলতান- এর মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (১৯ আগস্ট) শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, এই জননেতার মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতাকে।

এছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

যশোর-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শনিবার রাত সাড়ে ৯টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

মরহুমের জানাজা রোববার (২০ আগস্ট) সকাল ১১টায় সংসদ ভবনে, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, বাদ আসর যশোর শহরে এবং বাদ মাগরিব মনিরামপুরে অনুষ্ঠিত হবে। বাদ এশা খুলনার ডুমুরিয়ায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এমএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।