ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে র‌্যাবের ফাঁদে আটক ভুয়া র‌্যাব কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
সিলেটে র‌্যাবের ফাঁদে আটক ভুয়া র‌্যাব কর্মকর্তা

সিলেট: সিলেটে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে জাবেদ আহমদ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সদস্যরা। 

শনিবার (১৯ আগস্ট) রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গোপন সংবাদের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আটক জাবেদ আহমদ সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার আব্দুল নূরের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রিকাবীবাজার এলাহী জমজম পোল্ট্রি ফিড দোকানে আটক জাবেদ নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দেয়। এভাবে বিভিন্ন এলাকায় র‌্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে র‌্যাব-পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করার কথা স্বীকার করে সে। তাকে মামলার মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।