ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জমে উঠতে শুরু করেছে কমলনগরের পশুরহাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
জমে উঠতে শুরু করেছে কমলনগরের পশুরহাট কমলনগর উপজেলা সদর হাজিরহাট পশুর বাজার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট পশুর বাজার। বাজারে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। আসছেন ক্রেতারাও।

তবে উল্লেখযোগ্যভাবে বেচা-কেনা শুরু হয়নি। অনেকেই বেশি দামের অজুহাতে বাজার ঘুরে যাচ্ছেন।

বেশির ভাগ ক্রেতাই দর-দম বোঝার জন্য পশুর বাজার ঘুরে দেখছেন বলে জানা গেছে।

শনিবার (১৯ আগস্ট) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে সপ্তাহিক পশুরহাটে মাত্র ৫টি গরু বিক্রি হয়েছে। ছাগল বিক্রি হয়েছে ১৫/২০টি। ঢাকা-চট্টগ্রামে বিক্রির জন্য ব্যবসায়ীরাই বেশিরভাগ পশু কিনেছেন।

সরেজমিন দেখা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে বেশ গরু-ছাগল উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত স্থানীয় পশু ব্যবসায়ীরাই দেশীয় জাতের গরু-ছাগল নিয়ে আসছেন। তাই দাম একটু বেশি।

মঙ্গলবার (২২ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় হাট বসবে। ওই হাটে কোরবানির পশুর দাম কমার সম্ভাবনা রয়েছে এবং বিক্রিও বাড়বে বলে জানান স্থানীয়রা।

বাজার ইজারাদার মোস্তাফিজ হাওলাদার বাংলানিউজকে বলেন, গত বছরের চেয়ে এবার পশুর দাম বেশি। এছাড়া গরু-ছাগল কিনে ঈদ পর্যন্ত রাখতে অসুবিধায় পড়বে যে কারণে বেচা-বিক্রি কম। আজকের হাটে মাত্র ৫টি গরু ও কয়েকটি ছাগল বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।