ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে বিক্রি হওয়া ৩ কিশোর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
রাঙামাটিতে বিক্রি হওয়া ৩ কিশোর উদ্ধার

রাঙামাটি: সিলেট ও সুনামগঞ্জ থেকে ফুসলিয়ে এনে রাঙামাটিতে বিক্রি করা তিন কিশোরকে উদ্ধার করেছে বরকল থানা পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেরার বরকল থানার বরুনাছড়ির ইসলামপুরের জেলেদের আড্ডায় ‍অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন শিশু হলো- সিলেটের গোলাপগঞ্জ থানার কলাগাঁও গ্রামের মো. মাসুদের ছেলে আপন (১১), একই গ্রামের আহম্মদ আলীর ছেলে রিমন (১৫) এবং সুনামগঞ্জের জগন্নাথ গ্রামের মো. হারুনের ছেলে আবু হানিফ (১৪)।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল হোসেন বাংলানিউজকে জানান, সিলেট রেলস্টেশন থেকে তিন কিশোরকে কে বা কারা এখানে মাছ ধরার কাজে লাগানোর কথা বলে নিয়ে এসেছে। তাদের দুই জনের বাড়ি সিলেটে এবং একজন সুনামগঞ্জে।

ওই কিশোরদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের সুবলং ইউপি চেয়ারম্যান ও স্থানীয় পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।