ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে দ্বিতীয় গাইড বাঁধে ধস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে দ্বিতীয় গাইড বাঁধে ধস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকার পূর্বপাড়ে যমুনা নদীর দ্বিতীয় গাইড বাঁধের ১০ থেকে ১২ ফুট পর্যন্ত কিছু পাথর ধসে পড়েছে। এলাকাবাসী তাৎক্ষণিক বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী ওয়াসিম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এ বাঁধের পাথর ধসের কারণে বড় ধরনের কোনও ক্ষতি হবে না।

যমুনার পানি কমতে শুরু করায় বাঁধের কিছু পাথর নদীতে ধসে গেছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।