ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরার মেঘনায় জলদস্যু সন্দেহে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
মনপুরার মেঘনায় জলদস্যু সন্দেহে আটক ৪

ভোলা: ভোলার মনপুরার মেঘনায় জলদস্যু সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে মেঘনার জাগলার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাতিয়া উপজেলার চর আমানুল্লাহ গ্রামের বাসুদেব (৪০), রাজেন্দ্র (২৮), আলাউদ্দিন (২৫), রতন (২০)।

মনপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কলাতলীর চরে পুলিশের একটি দল মেঘনায় অভিযান চালায়। এ সময় জাগলার চর থেকে ট্রলারসহ জলদস্যু সন্দেহে চার জনকে আটক করা হয়।

তবে আটক চার জন নিজেদের জেলে বলে দাবি করছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

স্থানীয় জেলেরা বাংলানিউজকে জানান, হাতিয়ার জলদস্যুরা জেলে সেজে মনপুরার মেঘনার বিভিন্ন পয়েন্ট জেলেদের ট্রলারে হামলা চালায়। পরে জলদস্যুরা সব লুট করে জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। যখন পুলিশের অভিযানে হাতিয়ার জলদস্যুদের আটক করা হয় তখন তারা হয়ে যায় জেলে। আটক চার জলদস্যু কৃষ্ণা অথবা বাবু বাহিনীর সদস্য হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।