ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
কিশোরগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বন্যা দুর্গত চারটি গ্রামের ৫০০ পরিবারের মধ্যে শুকনা খাবার, নগদ অর্থ ও খাবার স্যালাইল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে বাহাগিলি ইউনিয়নের মাহবুবিয়া দাখিল মাদ্রাসা, বাহাগিলি মডেল কলেজ, একরামিয়া দাখিল মাদ্রাসা, ও বাহাগিলি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা ও বাহাগিলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ জীবন, ধর্ম বিষয়ক সম্পাদক ছাদেকুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুজন, আসাদুজ্জামান চিলু, কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি গোলাম সারোয়ার মুকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।