ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আত্রাই নদী থেকে অবৈধ সোতি জাল অপসারণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আত্রাই নদী থেকে অবৈধ সোতি জাল অপসারণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীর কলম, কালিনগর, বিলদগর ও মহেষচন্দ্রপুর এলাকা থেকে অবৈধভাবে বসানো সাতটি সোতি জাল অপসারণ করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল অপসারণ করা হয়। এসময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৫০ জন পুলিশ এ অভিযানে অংশ নেয়।


 
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুজ্জামান বাংলানিউজকে জানান, চলমান বন্যার সময় এসব সোতি জাল নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বাধা সৃষ্টি করছিল। এ কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ২৪ ঘণ্টার মধ্যে এসব অবৈধ সোতি জাল অপসারণের নির্দেশ দেন।
 
ওই নির্দেশের আলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ সোতি জাল অপসারণ করা হয়। রোববারও (২০ আগস্ট) এ অভিযান চলবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।