ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামইরহাটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ধামইরহাটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় বন্যার পানিতে ডুবে রুহিত বাবু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষণপাড়া গ্রামে  এ দুর্ঘটনা ঘটে। রুহিত ওই গ্রামের মিরাজুলের ছেলে।

সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, রুহিত একই গ্রামে তার নানীর বাড়িতে থেকে পড়াশোনা করতো। দুপুরে রুহিত ও তার নানী অন্যের বাড়িতে কাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় নানীর অগোচরে রুহিত বন্যার পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পানি থেকে রুহিতের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ