ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় দ্রুত গতির মালবাহী ট্রাকের ধাক্কায় মো. হানিফ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের দেবীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

হানিফ উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মো. আশরাফ মাস্টারের ছেলে ও রাণীরবন্দর ইছামতি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

চম্পাতলী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় হানিফ নামের ওই ব্যক্তি সৈয়দপুর হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কের দেবীগঞ্জ বাজারের কাছে পৌঁছালে রংপুরগামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।