ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলঙ্কের অধ্যায় আমরা পার হয়ে এসেছি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
কলঙ্কের অধ্যায় আমরা পার হয়ে এসেছি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): আগস্ট মাসের জন্য আমরা সারা বিশ্বের কাছে লজ্জিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারা বাঙালি জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। আগস্টেই তারা সারা বাংলায় সিরিজ বোমা হামলা ঘটায়।

২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাকে হত্যার চেষ্টা করে।

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সে কলঙ্কের অধ্যায় পার হয়ে এসেছি। বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে বিচার কার্য শুরু করে, কিন্তু বিচার শেষ হয়নি। আমরা পুনরায় ক্ষমতায় এসে ঘাতকদের বিচার শেষ করে কলঙ্কমুক্ত হয়েছি।

এসময় তিনি তার বাবার কাছ থেকে শোনা মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্‌ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের  (ইউপি) চেয়ারম্যান মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, রুহিতপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলী, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্‌ খুশী, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন শুকুর, আমিনুল হক আমান, মো. খলিলুর রহমান, ওয়াহেদ মেম্বর, মো. রনি, মো. জাফর আলী, আজিজুল হক মেম্বর, সাথী আলী মেম্বর, ঢাকা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইমদাদুল হক দাদন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।