ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাকেরগঞ্জে ব্রিজ ভেঙে চৌকিদারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বাকেরগঞ্জে ব্রিজ ভেঙে চৌকিদারের মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ব্রিজ ভেঙে রবিন হাওলাদার (নুরন্নবী) নামে এক গ্রাম পুলিশের (চৌকিদার) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

রবিন হাওলাদার উপজেলার পাটকাঠি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে ও দুর্গাপুর ইউনিয়নের চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করতেন।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ও ফরিদুপর ইউনিয়নের সংযোগ ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার শাশী তদন্ত কেন্দ্রের পরিদর্শক আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ভ্যানযোগে চাল নিয়ে যাচ্ছিলেন দুর্গাপাশা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) হাবিবুর রহমান। রবিনও তার সঙ্গে ছিলো। এসময় ভ্যানটি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে সবাই পানিতে পরে যান। এতে ঘটনাস্থলেই চৌকিদার রবিন মৃত্যু হয় এবং ইউপি সদস্য হাবিবুর রহমান ও ভ্যানচালক আহত হন।

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে দুই ইউনিয়নের সংযোগ ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিলো বলেও জানান পরিদর্শক আনোয়ার হোসেন।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।