ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিষপানে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
রাজধানীতে বিষপানে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীতে মাইনউদ্দিন (২৪) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাইনউদ্দিন চাদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

নিহতের নিকট আত্মীয় আরিফ হোসেন জানান, যাত্রাবাড়ীর শনির আখড়া গোবিন্দ্রপুর এলাকার একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন মাইনউদ্দিন।

খবর পেয়ে বাসায় গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইনউদ্দিনের স্ত্রী গার্মেন্টস শ্রমিক তাসলিমা বাংলানিউজকে জানান, ১০ মাস আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। দুপুরে এক সঙ্গে খাবার খেয়েছি। পরে ডিউটিতে চলে আসি। তবে কী কারণে মাইনউদ্দিন বিষপান করেছে, তা জানাতে পারেনি তাসলিমা।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ