ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে মেরামত কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে আজাদ (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজাদ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিনিয়র ক্যাবল জয়েন্টার হিসেবে কর্মরত ছিলেন।


 
বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা জানান, বিকেলে বিদ্যুৎ উপ-কেন্দ্রের ট্রান্সফরমারে মেরামত কাজের জন্য উপ-কেন্দ্রে যান আজাদ। এসময় বিদ্যুৎ উপ-কেন্দ্রের এলিভিন ক্যাবল লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা ছিল। কিন্তু হঠাৎ মেরামত কাজের সময় ক্যাবলে বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় আজাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে বিদ্যুৎ উপ-কেন্দ্রে মেরামত কাজ করা সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আজাদের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।