ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০২২ সালের মধ্যে দেশ জলাতঙ্ক মুক্ত হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
২০২২ সালের মধ্যে দেশ জলাতঙ্ক মুক্ত হবে ২০২২ সা‌লের ম‌ধ্যে জলাতঙ্ক মুক্ত হ‌বে। ছ‌বি: শাহজাহান মোল্লা

ঢাকা: ২০২২ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্ক মুক্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভিলেন্স অ্যান্ড সোস্যাল মেডিসিনের (নিপসম) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক বে-নজির আহমেদ। 

তিনি বলেন, আমরা ২০২০ সালের মধ্যে দেশের সব কুকুরের তিন রাউন্ড টিকা দেবো। এতে কুকুর মানুষকে কামড়াবে না।

এভাবে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্ক মুক্ত হবে।  
 
শনিবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ (পিডব্লিউডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বে-নজির আহমেদ এসব কথা বলেন।  
 
পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সারাদেশে ১২ থেকে ১৬ লাখ কুকুর রয়েছে। আমরা এই বছরের মধ্যে ৭০ শতাংশ কুকুরকে জলাতঙ্ক টিকা দিয়ে দেবো। আগামী ২০১৮-১৯ সালের মধ্যে প্রায় শেষ হবে। এরপরের বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যে সব কুকুরকে তিন রাউন্ড টিকা দেওয়া সম্পন্ন হবে।
 
তিনি বলেন, কুকুর আদৌ জলাতঙ্কের কারণ নয়, মিথ্যা অজুহাতে অবাধে কুকুর নিধন করা হয়। এটা ঠিক নয়। কুকুরকে টিকা দিলে সেই কুকুর কাউকেই কামড়াবে না।
 
পিডব্লিউডি আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পিডব্লিউডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রোজিনা আলিয়া আহমেদ, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের আবাসিক প্রতিনিধি মায়া বারলো রিজভী, পিডব্লিউডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক এমিল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।