ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

নওগাঁ: নওগাঁর সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) উপজেলার পাতাড়ী ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলা প্রশাসনের আয়োজনে পাতাড়ী মাদ্রাসা মাঠে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহাদ পারভেজ বসুনীয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বন্যা দ‍ুর্গত এ এলাকায় চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবন, মরিচ, মমবাতি, ম্যাচ, মশার কয়েল, স্যালাইনসহ প্রায় নয় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।