ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপাসিয়ায় গণপিটুনিতে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
কাপাসিয়ায় গণপিটুনিতে নিহত ২

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বনশ্রী এলাকায় গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব এলাকার মোতালেব মিয়ার ছেলে আলম মিয়া (৩০) এবং একজন অজ্ঞাতপরিচয় (৩৫)।

 

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কাপাসিয়া উপজেলার বনস্ত্রী এলাকায় তিনজন কভার্ডভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে এলাকাবাসী তাদের আটক করে। এসময় গণপিটুনি দিলে ওই তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় চিকিৎসক অজ্ঞাতপরিচয় (৩৫) ওই যুবককে মৃত ঘোষণা করে। এর কিছুক্ষণ পর আলম মিয়াও মারা যায়। গুরুতর একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসান জামিল বাংলানিউজকে জানান, শনিবার বিকেল ৩টার দিকে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার পরিচয় জানা যায়নি। এক পর্যায়ে আলম মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়ার কিছু সময় পর তিনিও মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭।  
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।