ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাঙামাটি পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
রাঙামাটি পৌরসভার বাজেট ঘোষণা রাঙামাটি পৌরসভার বাজেট ঘোষণা

রাঙামাটি: ইউজিআইআইপি প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৯৭২.৬৮ টাকার বাজেট ঘোষণা করেছে রাঙামাটি পৌরসভা।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে টিআইবি’র আয়োজনে সাবারাং রেস্টুরেন্ট বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- সচেতন নাগরিক কমিটি’র (সানাক) সভাপতি চাঁদ রায়, সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সদস্য নিরূপ দেওয়ান, পৌর কাউন্সিলর বেলাল হোসেন টিটু।

এবারের বাজেটে অন্যান্য খাতের মধ্যে রাস্তা নির্মাণ খাতে ৭৫ লাখ টাকা, রাস্তা মেরামত ও সংস্কার খাতে ২০ লাখ টাকা, ব্রিজ/কালভার্ট নির্মাণ খাতে ১৫ লাখ টাকা, ব্রিজ/কালভার্ট সংস্কার খাতে পাঁচ লাখ টাকা, ড্রেন নির্মাণ খাতে পাঁচ ল‍াখ টাকা, ড্রেন মেরামত খাতে পাঁচ লাখ টাকা, পানির লাইন খাতে পাঁচ ল‍াখ টাকা, পৌর ভবন নির্মাণ ও সংস্কার খাতে ১০ ল‍াখ টাকা, ইউজিআইআইপি খাতে ২২ কোটি টাকা, জলবায়ু প্রকল্প খাতে পাঁচ কোটি টাকা, সড়ক বাতি স্থাপন এবং মেরামত খাতে ১৫ ল‍াখ টাকা, বস্তি উন্নয়ন, ফুটফাত, ডাস্টবিন নির্মাণ খাতে পাঁচ ল‍াখ টাকা, স্যানিটেশন খাতে ১০ লাখ টাকা, আসবাবপত্র সরবরাহ খাতে পাঁচ লাখ টাকা, শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত খাতে ১৫ লাখ টাকা, ব্যাংক চার্জ, ঋণ পরিশোধ খাতে ২০ ল‍াখ টাকা, ভ্যাট, আয়কর খাতে ২০ লাখ টাকা জামানত স্থস্ত‍ান্তর খাতে ১০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়।

বাজেট ঘোষণাকালে সুশীল সমাজের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।