ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
গাজীপুরে ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে গাজীপুরে ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় মোট আটটি ঝুট গুদামে লাগা আগুন দুইঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণের খবর বাংলানিউজকে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ও কালিয়াকৈর দু’টি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে হালিম মিয়ার তিনটা, হারুন মিয়ার একটা, দুলাল মিয়ার একটা, আলালের একটা ও আয়ুবের দু’টি গুদামের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এ মুহুর্তে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।