ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্য সচেতনতার প্রচারে এমপি চিনু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
স্বাস্থ্য সচেতনতার প্রচারে এমপি চিনু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি শহরের বনরূপা বাজারে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রি করার দায়ে মাছ ব্যবসায়ী মো. সেলিমকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক এ অভিযান পরিচালনা করেন।

মাছ ক্রেতা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, বনরূপা বাজার থেকে আমার বাড়িতে চিংড়ি মাছগুলো কিনে এনে ধোয়ার সময় মাছগুলো থেকে রং বের হতে থাকে।

এসময় আমার সন্দেহ হয় মাছগুলোতে জেলি মেশানো হয়েছে। তাই জনগণের স্বার্থে আমি নিজে বাজারে গিয়ে মাছ বিক্রেতা এবং মাছ ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলি। তারপর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে অবগত করি।

তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা কিছু টাকা লাভের আশায় মাছে জেলি মেশিয়ে মানুষের ক্ষতি করছে। সচেতন নাগরিক হিসেবে তা মেনে নেয়া যায় না। তাই জনগণের স্বাস্থ্য সচেতনতার স্বার্থে আমি এ অন্যায়ের প্রতিবাদ করেছি।

এসময় চিনু বাজারের শুটকি ব্যবসায়ীদেরও অনুরোধ করেন ফরমালিন মেশানো শুটকি বিক্রি না করার জন্য।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad