ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় বিজিবির খাবার ও ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
নওগাঁয় বিজিবির খাবার ও ত্রাণ বিতরণ

নওগাঁ: নওগাঁয় বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল ও শুকনা খাবার বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে জেলার মান্দায় ত্রাণ ও রান্না করা খাবার বিতরণের উদ্বোধন করেন ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ হোসেন।

এসময় বিজিবি কর্মকর্তারা বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন- ১৬ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুসআব, জুনিয়র কর্মকর্তা সুবেদার সামসুল আলম ও নায়েব সুবেদার নির্মল কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তা, বিজিবি সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।